খলীফা; পীর সাহেব ঢালকা নগর, ঢাকা
প্রিন্সিপাল – মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা
হযরত মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারাকাতুহুম) বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তরবিয়ত-প্রেমী মুরুব্বী ও ইসলামী শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ একজন শক্তিশালী দ্বীনি ব্যক্তিত্ব। পীর সাহেব ঢালকা নগর (ঢাকা)–এর খলীফা হিসেবে তিনি আধ্যাত্মিকতার পরিশুদ্ধ পথিকৃৎ, আর মাদরাসা মারকাযুল ইহসান ঢাকার প্রিন্সিপাল হিসেবে তিনি হাজারো ছাত্রের ভবিষ্যৎ আলোকিত করছেন।
তিনি ইসলামী শিক্ষার সঠিক ধারা প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আদর্শ, আমল, নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয়ে ছাত্রদের গঠন করা—এটাই তাঁর প্রধান লক্ষ্য। তাঁর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের পরিবেশ সর্বদা নৈতিকতা, শালীনতা ও ইলমী মহিমায় পরিপূর্ণ থাকে।