Loading...
Site Logo
নোটিশ:

আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ্ তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুম ( প্রিন্সিপাল, জামেয়া মারকাযুল ইহসান ) তার মজলিস গুলোর সময় - ***প্রতিদিন জোহরবাত তালিম মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাস যাত্রাবাড়ী***প্রতি সোমবার আসরবাদ ইসলাহী মজলিস মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাস যাত্রাবাড়ী***প্রতি মাসে তৃতীয় বৃহস্পতিবার মাসিক এস্তেমা স্থায়ী ক্যাম্পাস পাইটি***অন্যান্য বয়ান ও ইসলাহী মজলিসে সময় ও তারিখ টেলিগ্রাম এ প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়***

লোকেশন খুঁজুন
+8801314803334 markazulihsan@gmail.com

আত্মশুদ্ধি ও ইসলাহে নফস

আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা

ইসলামে ইলমের সাথে আমল এবং আমলের সাথে আত্মার পরিশুদ্ধি অঙ্গাঙ্গীভাবে জড়িত। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। আল্লাহ তা'আলা বলেন: “নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে, যে আত্মাকে পরিশুদ্ধ করে।” (সূরা আশ-শামস: ৯) এই পরিশুদ্ধিই মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে।

কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধি

নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা, রিয়া থেকে মুক্ত থাকা এবং ইখলাসের সাথে ইবাদত করা— এসবের জন্য আত্মশুদ্ধি অপরিহার্য। রাসূল ﷺ বলেন: “শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে; তা ভালো হলে পুরো শরীর ভালো হয়, আর তা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। সেটি হলো হৃদয়।” (বুখারী ও মুসলিম)

তাই মুমিনের অন্তরকে নির্ভেজাল, পরিশুদ্ধ ও আল্লাহমুখী করে গড়ে তোলাই আত্মশুদ্ধির মূল উদ্দেশ্য।

শায়েখের প্রয়োজনীয়তা

আত্মার রোগ ও তার চিকিৎসা একটি গভীর বিষয়। এজন্য একজন অভিজ্ঞ, হক্কানী ও বিশ্বস্ত শায়েখের তত্ত্বাবধান অত্যন্ত প্রয়োজন। যেভাবে দেহের চিকিৎসার জন্য ডাক্তার লাগে, তেমনি আত্মার চিকিৎসার জন্য একজন আধ্যাত্মিক রাহবার প্রয়োজন, যিনি সঠিক পথে পথনির্দেশ করবেন।

খানকায় অবস্থানের নিয়মাবলী

খানকায় আত্মশুদ্ধির উদ্দেশ্যে অবস্থানের আগে অনুগ্রহ করে নিচের নিয়মগুলো মেনে চলুন:

📌 আবশ্যক নিয়মাবলী

আবেদন করুন